মমতাকে চিঠি লিখে বৃহস্পতিবারই শুভেন্দু তৃণমূল ছেড়েছেন। তার আগে তিনি ইস্তফা দেন বিধায়ক পদেও। সম্ভবত শনিবার মেদিনীপুরে অমিত শাহর সভায় তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। এর আগেই বিজেপিতে যোগ দিয়েছেন বিধায়ক মিহির গোস্বামী।
অন্যদিকে, বৃহস্পতিবারই দল ও পদ ছেড়েছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। জানা গিয়েছে, এদিনই তাঁর রাজ্য। সরকারি নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। জিতেন্দ্র ছাড়াও মালদা সহ বিভিন্ন জেলায় আরও বেশ কয়েকজন তৃণমূল নেতা দল ছেড়েছেন বা ছাড়তে চলেছেন। দল ছেড়েছেন প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এরপর কজন দল ছাড়বেন তা নিয়েও দলের ভিতরে বাইরে চলছে চূড়ান্ত জল্পনা। এই অবস্থায় কী করণীয় তা ঠিক করতেই এই বৈঠক হচ্ছে বলে জানা গিয়েছে।
Post a Comment
Thank You for your important feedback