বুধবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই অনুষ্ঠানে তাঁর বক্তৃতা করার কথা ছিল। বুধবার দুপুরে স্বরাষ্ট্রদফতরের তরফে টুইট জানানো হয়েছে, বিশেষ কারণে বিতর্কসভাটি স্থগিত করা হয়েছে শেষ মুহূর্তে।
লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিতর্কসভার আয়োজকরা আহ্বান জানিয়েছিলেন মমতাকে। এই বিতর্কসভায় অংশ নেওয়ার জন্য। তাঁদের আমন্ত্রণ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী। সেইমতো ২ ডিসেম্বর ভারতীয় সময়ে বিকেল ৫টা নাগাদ ভার্চুয়ালি তাতে অংশ নেওয়ার কথা ছিল তাঁর। অনলাইনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ৬০০-র কাছাকাছি প্রশ্ন জমা পড়েছিল। তার মধ্যে থেকে নির্বাচিত কিছু প্রশ্ন তুলে দেওয়া হত মুখ্যমন্ত্রীর কাছে এমনই জানা গিয়েছিল। কিন্তু তার আগেই অনুষ্ঠান স্থগিত হয়ে যায় বিশেষ কারণে।
Post a Comment
Thank You for your important feedback