জানেন মারাদোনার শেষ ইচ্ছা কি ছিল?

অদ্ভুত চরিত্রের মানুষ ছিলেন দিয়েগো মারাদোনা। আদতে অদন্ত্য বামপন্থী মানুষ ছিলেন তিনি। খুব বেশি পড়াশুনা না থাকলেও মার্ক্স থেকে লেনিনের লেখা বা তাঁদের জীবনী নিয়ে বিভিন্ন লেখা তিনি পড়তেন নিয়মিত। সম্প্রতি তাঁর একটি চিঠি প্রকাশ পেয়েছে, লিখেছিলেন মৃত্যুর মাত্র ৪৩ দিন আগে। তাঁর লেখায় ছিল লেনিনের কথাও। তিনি লিখেছেন যে, ভ্লাদিমির লেনিনের মৃত্যুর পর তাঁর দেহ সংরক্ষিত করে রাখা হয়েছিল মস্কোর রেড স্কোয়ারে। 

 

মানুষ, বিশেষ করে বামপন্থী মানুষ আসতেন তাঁকে দেখতে। মারাদোনাও চেয়েছেন, মৃত্যুর পর তাঁর দেহও সংরক্ষিত রাখা হোক। এবং তার সাথে তাঁর জীবনের সমস্ত ট্রফি ও ব্যাক্তিগত জিনিস থাকুক জন সাধারণের জন্য। তাঁকে ভালোবাসার মানুষ এসে যেন দেখতে পায় তাঁর জীবনের সমস্ত দিক। 


উল্লেখ্য, গত ২৫ নভেম্বর মারাদোনার মৃত্যু হয় এবং নিয়ম মেনেই তাঁর পার্থিব শরীর সমাধিস্থ করা হয়েছে। কিন্তু এবার তাঁর আইনজীবী মারিও বাউদ্র্রী আবেদন করেছেন, বেলা ভিস্তার থেকে তাঁর দেহ এনে এমন কোনও জায়গায় সমাধিস্থ করা হোক যেন আর্জেন্টিনায় মানুষ বেড়াতে আসলে তাঁকে শ্রদ্ধা জানাতে পারেন। এখন সরকারের ভাবনা কি সেটাই দেখার।           



Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post