সোমবার থেকেই আমেরিকায় শুরু হচ্ছে করোনার গণ টিকাদান। এদিন সকালের মধ্যেই ফাইজারের টিকা হাসপাতালগুলিতে পৌঁছে যাবে। প্রথম দফায় শারীরিকভাবে সবথেকে দুর্বল নাগরিকদেরই টিকা দেওয়া হবে। রবিবার থেকেই মিশিগানের কালামাজু থেকে ড্রাই আইসে রাখা টিকার ডোজগুলি পাঠানো শুরু হয়েছে। এগুলি মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হবে। মার্কিন সরকার এই তৎপরতাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ডি ডে-র সঙ্গে তুলনা করছে।
আমেরিকায় এই মুহূর্তে করোনার সংক্রমণ ব্যাপকহারে ছড়াচ্ছে। মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। সংক্রমিত ১৬ লাখ। গত ২ সপ্তাহে বহুবার দৈনিক সংক্রমণ ২ হাজার ছাড়িয়েছে। জানা গিয়েছে, বুধবার পর্যন্ত করোনার টিকা কয়েকশো হাসপাতালে টিকা পৌঁছবে। গোড়ায় টিকা দেওয়া হবে ৩ লাখ নাগরিককে। আমেরিকাকে নিয়ে ৬টি দেশ ফাইজারের টিকা প্রয়োগের অনুমতি দিল। ১১ মাস আগে মার্কিন সংস্থা ফাইজার জার্মান সংস্থা বায়োএনটেকের সঙ্গে মিলে এই টিকার কাজ শুরু করেছিল। আমেরিকায় ৪৪ হাজার লোককে টিকার পরীক্ষার আওতায় আনা হয়েছিল। টিকার কার্যকারিতা ৯৫ শতাংশ বলে দাবি করা হয়েছে।
Post a Comment
Thank You for your important feedback