বর্ষবরণের রাতে গোটা দিল্লিতে নৈশ কার্ফু জারি করল সরকার। বৃহস্পতিবার ও শুক্রবার রাতে পাঁচজনের বেশি জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। জারি হয়েছে ১৪৪ ধারা। দিল্লির প্রশাসনের আদেশে বলা হয়েছে, প্রকাশ্য জায়গায় কোনও রকম পার্টি করা যাবে না। ৩১ ডিসেম্বর রাত ১১টা থেকে পরদিন ভোর ৬টা এবং ১ জানুয়ারি একই সময়ে এই নিষেধ জারি থাকবে। মুম্বইয়েও জারি করা হয়েছে নৈশ কার্ফু। রেস্তরাঁ, কাফে, পাব, বার, নৌকা এমনকী বাড়ির ছাদেও কোনওরকম হই হুল্লোড় এবার হবে না। কর্নাটকের ম্যাঙ্গালুরুতে ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি নৈশ কার্ফু জারি হয়েছে। সেই শহরেও সবরকম হুল্লোড় বন্ধ করা হয়েছে। অন্.দিকে, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বুধবারই জানিয়ে দিয়েছেন, কলকাতায় নৈশ কার্ফুর কোনও দরকার নেই।
Post a Comment
Thank You for your important feedback