১০ দিন পর সমুদ্রের গভীরে মিলল নিঁখোজ পাইলটের দেহ

গোয়ার উপকূলের ৩০ মাইল দূর সমুদ্রের ৭০ মিটার গভীর থেকে মিলল নিঁখোজ পাইলটের দেহ। দশ দিন ধরে পাইলট নিশান্ত সিংহ  নিঁখোজ ছিল বলে জানা গিয়েছে সেনা সূত্রে। ২৬ নভেম্বর ভারতীয় নৌসেনার প্রশিক্ষণরত মিগ ২৯ বিমান আরব সাগরে ভেঙে পড়ে বলে জানিয়েছে নৌবাহিনী। 

বিমানের দুই পাইলটের মধ্যে এক জনকে জীবিত অবস্থায় তৎক্ষণাৎ উদ্ধার করা সম্ভব হয়। কিন্তু তখন অন্য পাইলট নিশান্ত সিংহের কোনও হদিশ মেলেনি। তাঁর খোঁজে নৌবাহিনীর উদ্ধারকারী হেলিকপ্টার নামানো হয়েছিল।তল্লাশি অভিযান চালানোর সময় গত ২৯ নভেম্বর বিমানের ধ্বংসাবশেষের খোঁজ মেলে। কিন্তু নিশান্তের কোনও চিহ্ন মেলেনি। সোমবার তার দেহ উদ্ধার করা হয়েছে।



Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post