দ্য কাশ্মীর ফাইলস-এর শ্যুটিং সেটে আচমকাই অসুস্থ মিঠুন চক্রবর্তী। তবে অসুস্থতাকে কোনওভাবেই শ্যুটিংয়ে বাধা হতে দেননি এই বর্ষীয়ান অভিনেতা। সিনেমার পরিচালক বিবেক অগ্নিহোত্রী বলেন, মিঠুন চক্রবর্তীর মতো অভিনেতা যে কোনও সিনেমার সম্পদ। তাঁর কাজের প্রতি নিষ্ঠা সত্যিই নতুন প্রজন্মের অভিনেতাদের জন্য শিক্ষনীয়। এই গুণই মানুষকে সুপারস্টার করে।
বেশ কিছুদিন ধরেই মুসৌরিতে দ্য কাশ্মীর ফাইলস-এর শ্যুটিং চলছে। শনিবার কোনওভাবে খাদ্যে বিষক্রিয়া হয়ে অসুস্থ হন মিঠুন চক্রবর্তী। তাঁর শরীর এতটাই দুর্বল হয়ে যায় যে ঠিক করে দাঁড়াতেও পারছিলেন না। কিন্তু কাজ শেষ করার লক্ষ্যেই স্থির ছিলেন তিনি। এক বিবৃতিতে পরিচালক জানান, পেটে অসহ্য যন্ত্রণা নিয়েই অ্যাকশন সিক্যুয়েন্স করেন মিঠুন। এমনকি প্রথমে ইউনিটের কাউকে তাঁর অসুস্থতার খবর বুঝতেই দেননি তিনি। সাধারণ কারও পক্ষে ওই অবস্থায় সোজা হয়ে দাঁড়ানই কষ্টকর। মিঠুনদা কিছু সময়ের জন্য বিশ্রাম নিয়েই আবার কাজে ফিরে আসেন। গোটা শুটও শেষ করেন তিনি। এমনকী তাঁর জন্য শুটের কোনও ক্ষতি হচ্ছে কিনা সে কথাও বারবার জিজ্ঞাসা করছিলেন। অসুস্থতার পরও রবিবার শুট করেন। এমনকি শনিবারের ব্যাকলগ কভার করতে সবাইকে নিজেই উৎসাহ দিয়েছেন তাড়াতাড়ি কাজ করার। এই কারণেই মিঠুনদা আজও সুপারস্টার।
মূলত, কাশ্মীরী পণ্ডিতদের কাহিনি অবলম্বন করেই তৈরি হচ্ছে দ্য কাশ্মীর ফাইলস। সিনেমায় এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের। আগামী বছরই মুক্তি পাওয়ার কথা এই সিনেমার।
Post a Comment
Thank You for your important feedback