অবশেষে থামল এটিকে-মোহনবাগানের বিজয়রথ, প্রথম জয় জামশেদপুরের

সোমবার গোয়ার তিলক ময়দানে জামসেদপুরের কাছে ২-১ গোলে হেরেই মাঠ ছাড়লো এটিকে মোহনবাগান। প্রথম তিন ম্যাচ দুরন্ত জয়ের পর অবশেষে হারের স্বাদ পেল হাবাসের দল। সোমবারের ম্যাচে হারের পর প্রশ্ন উঠে গেল দলের রক্ষণ ভাগ নিয়ে। তবে এটিকে-মোহনবাগানের হেডকোচ হাবাস এই নিয়ে একদম চিন্তিত নন। জামসেদপুরের দুটি গোল পেয়েছে কর্নার থেকে। খেলার প্রথমার্ধে নেরিজাস ভাল্সকিস প্রথম গোলটি করে ইস্পাত নগরীর দলকে এগিয়ে দেয়। দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটে একইভাবে কর্নার থেকে হেডে ফের গোল করেন তিনি। এদিনের ম্যাচে হাবাসের দলের রক্ষণ আগের তিন ম্যাচের থেকে কিছুটা দুর্বল ছিল। ডিফেন্ডার সন্দেশ ঝিঞ্ঘানও ছন্দে ছিলেন না। ম্যাচের পর স্প্যানিস কোচ হাবাস সাংবাদিক বৈঠকে জানান, ম্যাচে কর্নার থেকে দুটি গোল সামান্য দুর্ঘটনা মাত্র। তাঁর দাবি, এদিনের খেলায় ডিফেন্সের কোন ত্রুটি ছিল না। এডু গার্সিয়া এদিন চোট সারিয়ে ফিরলেও চোটের তালিকায় যুক্ত হলেন আরও এক বিদেশি জাভি হার্নান্ডেজ। ম্যাচের পরে সে কথা জানিয়ে দিলেন হাবাস। 

যদিও রেফারির বদন্যতায় এদিন গোল পেয়ে যায় এটিকে-মোহনবাগান। জামশেদপুর কোচের দাবি, অফসাইড থেকেই গোল করেন রয় কৃষ্ণ। যদিও ভিডিও রিপ্লেতেও দেখা গিয়েছে গোলের সময় অফসাইডে ছিলেন এটিকে-মোহনবাগান স্ট্রাইকার। তবে এই নিয়ে চার ম্যাচে চার গোল হয়ে গেল এই ইন্দো-অস্ট্রেলিয়ান গোল মেশিনের।

দু’বারে আইএসএল খেতাবজয়ী কোচ হাবাস জানিয়েছেন, ‘একটা ম্যাচ হেরে গিয়েছি বলে তো দুনিয়া শেষ হয়ে যায়নি। আরও ম্যাচ আছে। এর পরে জিতব’। অপরদিকে চলতি আইএসএলে জামশেদপুর এফসির প্রথম জয়ে খুশি কোচ ওয়েন কোয়েল। তবে তাঁর অভিযোগ, রয় কৃষ্ণর গোলটা পরিস্কার অফ সাইড ছিল। হাবাসের দল ৪ ম্যাচ খেলে ৯ পয়েন্ট পেয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থান থাকলো। অন্যদিকে জামসেদপুর চলতি মরশুমের প্রথম ম্যাচ জয় পেয়ে লিগ তালিকার ৭ নম্বরে রয়েছে। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post