সোমবার জি এম সি স্টেডিয়ামে জামসেদপুরের প্রতিপক্ষ ছিল আইএসএলের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা মুম্বই সিটি।খেলার প্রথমার্ধে থেকেই শুরু হয় দু দলের আক্রমণ। ম্যাচের ৯ মিনিটে ভালকিস গোল করে এগিয়ে দেন ইস্পাতনগরীর দল জামশেদপুরকে। তবে ১-০ গোলের গোলের লিড বেশিক্ষণ বজায় রাখতে পারেনি ওয়েন কয়েলের দল। ম্যাচের ১৫ মিনিটে মুম্বইয়ের পাল্টা আক্রমণে গোল করে সমতা ফেরান ওগবেচে। খেলার ২৮ মিনিটে লাল কার্ড দেখেন জামশেদপুরের মনরয়। ১০ জনে নেমে যায় ভালসকিসের দল। প্রথমার্ধের খেলা শেষের ফলাফল ছিল ১-১। ম্যাচের দ্বিতীয়ার্ধে দু দলকেই আক্রমণ করতে দেখা যায়নি।
একদিকে ওগবেচে। অন্যদিকে ভালসকিস। দু' জনেই গোল পেলেন। কিন্তু ৯০ মিনিটের শেষে জিতলেন না কেউই। মুম্বই সিটি ও জামশেদপুর এফসি-র ম্যাচ শেষের ফলাফল ১-১ গোলে।এ দিনে ম্যাচে ওগবেচেদের সমর্থনের জন্য স্টেডিয়ামে উপস্থিত ছিলেন মুম্বই সিটির অন্যতম মালিক রণবীর কাপুর ও তাঁর বান্ধবী আলিয়া ভাট। তাঁদের উপস্থিতিতেও তেমন কোন লাভ পেল না মুম্বই সিটি।
১০ জনের জামশেদপুরের কাছে আটকে গেলেও মুম্বই সিটি পয়েন্ট তালিকায় শীর্ষ স্থানেই রয়েছে। ৬ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট মুম্বইয়ের। অন্যদিকে সম সংখ্যক ম্যাচ খেলে জামশেদপুর ৭ পয়েন্ট পেয়ে লিগের পয়েন্ট টেবিলের ৬ নম্বরে রয়েছে।
Special attendance for #TheIslanders all the way from मुंबई! 💙💛#MCFCJFC #AamchiCity 🔵 @aliaa08 pic.twitter.com/CCEgh8bLjl
— Mumbai City FC (@MumbaiCityFC) December 14, 2020
Post a Comment
Thank You for your important feedback