সাতঘণ্টা বৈঠকের পরও মেলেনি কোনও সমাধান। কৃষি আইন নিয়ে কেন্দ্রের তিন মন্ত্রীর সঙ্গে বৃহস্পতিবার কৃষক নেতাদের বৈঠক নিষ্ফলা। কৃষক নেতারা স্লোগান দিতে দিতে বৈঠক থেকে বেরিয়েছেন। এদিন ছিলেন পাঞ্জাবের সঙ্গে হরিয়ানার নেতারাও। ঠিক হয়েছে, আগামী শনিবার ফের আরেকবার বৈঠক হবে। চাপে পড়ে তিনটি কৃষি আইনে কিছু রদবদলে কেন্দ্র রাজি হলেও কৃষকরা চান, আইন তিনটি পুরোপুরি বাতিল করা হোক। না হলে তাঁদের আন্দোলন চলবেই। কেন্দ্র কৃষকদের দাবি খোলামনে বিবেচনার কথা দিলেও আইনে একাধিক খামতির উল্লেখ করে কৃষক নেতারা জানিয়েছেন, অত্যন্ত তাড়াহুড়ো করে সেপ্টেম্বরে তিনটি বিল পাশ করানো হয়েছে।
কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার অবশ্য আশাবাদী, শনিবার একটা সমাধান বের হবে। ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে কৃষকদের দুশ্চিন্তার কোনও কারণ নেই তাও জানিয়েছেন তিনি। ফসলের নাড়া পোড়ানো নিষিদ্ধ করার অর্ডিন্যান্স এবং বিদ্যুতের বিলের আইন নিয়ে বিবেচনায় সরকার রাজি। কৃষি উৎপাদন বিপণন কমিটির মন্ডি প্রথা, বেসরকারি মন্ডিগুলির সঙ্গে কর সমতা, বিবাদ মীমাংসায় উচ্চতর আদালতে চাষিদের যাওয়ার স্বাধীনতা নিয়ে দাবি জানিয়েছেন কৃষক নেতারা। তবে ভারতীয় কিষাণ ইউনিয়নের সাধারণ সম্পাদক জগমোহন সিং জানিয়েছেন, সরকার যদি আইন প্রত্যাহার করতে রাজি না হয়, তবে শনিবারের বৈঠকে তাঁরা নাও যেতে পারেন। শুক্রবার এনিয়ে তাঁরা সিদ্ধান্ত নেবেন। অন্যদিকে, দিল্লি সীমান্তে কৃষকদের অবস্থান শুক্রবার নবম দিনে পড়ল। এখনও নানা প্রান্ত থেকে প্রচুর কৃষক দিল্লি চলো অভিযানে যোগ দিতে জড়ো হচ্ছেন।
Post a Comment
Thank You for your important feedback