নেপালের সরকার ভেঙে দেওয়ার প্রস্তাব

নেপালের সরকার ভেঙে দেওয়ার প্রস্তাব দিলেন সেদেশের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনে জানা যাচ্ছে, শনিবারই দলের কয়েকজন শীর্ষনেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন নেপালের প্রধানমন্ত্রী। এরপর রবিবার তিনি মন্ত্রী পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন। সেখানেই তিনি জানিয়েছেন, তাঁর সরকার গরিষ্ঠতা হারিয়েছে, তাই সরকার ভেঙে দেওয়া হোক অবিলম্বে। অপরদিকে নেপাল কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য বিষ্ণু রিজালও একই দাবি করেছেন। 

 

তিনি জানান, ‘প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন। সরকার ভেঙে দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি’। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই দলের অন্দরে চাপে রয়েছেন প্রধানমন্ত্রী ওলি। করোনা পরিস্থিতিতে থেকে শুরু করে দেশের বেহাল অর্থনীতি সব নিয়েই দলের অন্দরে তৈরি হচ্ছিল অসন্তোষ। পাশাপাশি নেপালের বিরোধী দলগুলিও চাপ বাড়াচ্ছিল। সবমিলিয়ে প্রবল চাপের মুখে শেষমেষ সরকার ভেঙে ফেলার প্রস্তাব দিতে বাধ্য হলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post