হাওড়া কর্পোরেশনের দায়িত্বে এলেন আরও এক নতুন কমিশনার। বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়, নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নেবেন অভিষেককুমার তিওয়ারি।
প্রসঙ্গত, ২০১৮ সালে কর্পোরেশনের তৃণমূল বোর্ডের মেয়াদ উত্তীৰ্ণ হয়ে যাওয়ার পর আর নির্বাচন হয় নি। এই দুইবছরে কখনো প্রশাসক আবার কখনও প্রশাসক মন্ডলী কর্পোরেশনের দায়িত্বভার সামলেছেন। তবে বিগত দু'বছরে এই নিয়ে চারবার বদল হল কমিশনার ও প্রশাসকমণ্ডলীর। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর প্রথমে দায়িত্ব সামলান বিজিন কৃষ্ণা। পরে কমিশনারকে চেয়ারম্যান হিসেবে রেখে তাঁর নেতৃত্বে প্রশাসকমণ্ডলী কাজ সামলাচ্ছিলেন। পরে মণ্ডলী ভেঙে দেওয়া হলে ফের প্রশাসক হিসেবে এক দায়িত্বভার নেন বিজিন কৃষ্ণা।এরপর তাঁর পরিবর্ত হিসেবে কমিশনার হন ধবল জৈন। তাঁর বদলি হলে জেলাশাসক মুক্তা আর্যকে প্রশাসক নিয়োগ করা হয়। এবার নতুন নির্দেশিকা অনুযায়ী প্রশাসকের দায়িত্বে নিয়োগ করা হয়েছে অভিষেককুমার তিওয়ারিকে।
Post a Comment
Thank You for your important feedback