আইআরসিটিসি ওয়েবসাইট আজ থেকে ‘সুপারফাস্ট’

রেলের সহযোগী সংস্থা আইআরসিটিসি-র ওয়েবসাইট থেকে যারা অনলাইনে টিকিট কাটেন তাঁরাই জানেন সমস্যাগুলি। বিশেষ করে গতি কম থাকায় টিকিট পেতে সমস্যা হয় ইচ্ছুক যাত্রীদের। নতুন বছরেই নতুন ওয়েবসাইট নিয়ে আসল আইআরসিটিসি। এতে আরও দ্রুততার সঙ্গে কাটা যাবে ট্রেনের টিকিট। ফলে অনলাইনে টিকিট কাটতে আর সমস্যায় পড়তে হবে না বলেই জানিয়েছে আইআরসিটিসি। 

এতদিন প্রতি মিনিটে ৭,৫০০ জন একসঙ্গে টিকিট বুকিং করতে পারতেন। এই নতুন সিস্টেমে এক মিনিটে ১০ হাজার মানুষ টিকিট কাটতে পারবেন একসঙ্গে। আইআরসিটিসি জানিয়েছে, গতি বাড়ার সঙ্গে সঙ্গে আরও কয়েকটি আকর্ষণীয় ফিচার্স আনা হয়েছে ওয়েবসাইটের নয়া অবতারে। ট্রেনে যারা অনলাইনে খাবার বুক করবেন তাঁদের জন্য যুক্ত করা হয়েছে আরও আকর্ষণীয় ফিচার্স। সূত্রের খবর, এই সাইটে এবার যুক্ত হতে চলেছে একটি যুগান্তকারী অপশন। এবার থেকে যাত্রীরা টিকিট কেটে দাম পড়েও দিতে পারবেন। জানা যাচ্ছে আইআরসিটিসি ওয়েবসাইটে এবার টিকিট বুক করার পর দুটি অপশন আসবে, একটি ‘Pay Now’ অন্যটি ‘Pay Later’ অপশন। ফলে ওই মূহূর্তে যদি যাত্রীদের কাছে পর্যাপ্ত টাকা নাও থাকে তবে পরবর্তী সময়ে সেই টাকা মিটিয়ে দেওয়া যাবে। তবে এক্ষেত্রে টিকিট কাটার ১৫ দিনের মধ্যে ই-পেমেন্ট করতে হবে। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post