রাত পোহালেই নতুন বছর, বিশে বিষ বছরের বিদায় জানাতে যেন আর তর সইছে না বিশ্ববাসীর। করোনায় জেরবার ২০২০ সাল বিদায় নিলে যে করোনাও বিদায় নেবে সেটা ভাবার কোনও কারণ নেই। তবুও বর্ষবরণের উৎসবের প্রস্তুতি শুরু করে দিয়েছে সাধারণ মানুষ। রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দিঘা। প্রতি বছর বছরের শেষ ও শুরুতে লাখো মানুষের ভিড় হয় এই সৈকত শহরে। এবারও ভিড় হয়েছে ভালোই। আর পর্যটকদের জন্য সুখবর দিয়ে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন চালু করলো এক অসামান্য প্যাকেজ ট্যুরের। কি সেই প্যাকেজ?
দিঘাকে কেন্দ্র করে চারটি সৈকতে ঘুরে দেখানোর জন্য চালু হলে পর্যটক বাস। খরচ মাত্র ৩৪০ টাকা, ব্যাস সারাদিন দিঘায় সাইট সিয়িং, মন্দারমনি, তাজপুর ও শঙ্করপুরের সমস্ত জায়গা ঘুরিয়ে দেখানো হবে। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ (ডিএসডিএ) সূত্রে জানানো হয়েছে, ১৭ সিটের দুটি বাস আপাতত চালু হয়েছে। চাহিদা বাড়লে বাস বাড়বে। পর্যটকদের দাবি, দিঘা থেকে তাজপুর, শঙ্করপুর বা মন্দারমনি যেতে হলে আলাদা আলাদা গাড়ি ভাড়া করতে হত। তাতে খরচও বেশি হতো। এই বাসে খরচ সাধ্যের মধ্যে রয়েছে, তাই সুবিধা হবে দিঘায় ঘুরতে আসা সাধারণ মানুষের।
Post a Comment
Thank You for your important feedback