বেসুরো নীতীশ কুমার

বেশ কয়েক দিন ধরেই আভাস পাওয়া যাচ্ছিল, বিহার মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ক্ষুব্ধ। এবার মুখ খুলে তা প্রকাশ করলেন বিহারের মুখ্যমন্ত্রী। জেডি( ইউ) দলের অভ্যন্তরে ভয়ঙ্কর চাপে ছিলেন নীতিশ, প্রথমত দলের আসন সংখ্যা কমলো কীভাবে, দ্বিতীয়ত অরুণাচল প্রদেশে দল ভাঙল কেন এই প্রশ্নে। অরুণাচল প্রদেশে বিজেপি সরকারের বিরোধী আসনে ছিল জনতা দল ( ইউ ), গত সপ্তাহে সেখানে ভাঙন ধরে দলে, ৭ বিধায়কের মধ্যে ৬ জন দলত্যাগ করে বড়ো শরিক বিজেপিতে যোগ দেন। সমস্যা শুরু হয় তখনই। দলের অন্দরে প্রশ্ন ওঠে বিজেপি যদি এইভাবে তাদের দল ভাঙে তবে তো তাদের দল শেষ হয়ে যাবে, প্রশ্ন ওঠে তারপরও নীতিশ কীভাবে মুখ্যমন্ত্রীর গদিতে বসে আছেন?

এরপই পট পাল্টাতে শুরু হয়। বিদ্রোহ আটকাতে নীতিশ দলের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন এবং সে আসনে বসান তাঁরই ঘনিষ্ঠ রাজ্যসভার সদস্য রামচন্দ্র প্রসাদ সিংকে। এবং প্রকাশ্যেই জানান, তাঁর মুখ্যমন্ত্রী হওয়ার কোনও ইচ্ছাই ছিল না, চাপের মুখে পড়ে হতে হয়েছে। প্রশ্ন উঠেছে, কিসের চাপ, দিচ্ছে কে ? তিনি জানিয়েছেন, যে কোনও সময়ে তিনি যদি ছাড়তে রাজি। রাজনৈতিক বিশেষজ্ঞরা বিহারের আকাশে সিঁদুরে মেঘ দেখছেন।   

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post