তেলেঙ্গানায় বেপাত্তা ব্রিটেন ফেরত যাত্রীরা, আশঙ্কা ভারতে

করোনার নতুন সুপারস্প্রেডার স্ট্রেন নিয়ে জেরবার ব্রিটেন। আতঙ্কে ইউরোপের বহু দেশও। ইতিমধ্যেই ব্রিটেনের সঙ্গে বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত সহ বিশ্বের একাধিক দেশ। এরমধ্যেই নতুন করে আতঙ্ক ছড়াল তেলেঙ্গানায়। ওই রাজ্যে ব্রিটেন থেকে ভারতে ফেরা কয়েকজন যাত্রী বেপাত্তা বলেই জানা যাচ্ছে। সূত্রের খবর,  এখনও পর্যন্ত  ব্রিটেন থেকে ভারতে আসা যাত্রীদের মধ্যে ১১৯ জনের করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। তবে এই পরিস্থিতির  মধ্যেই  দুশ্চিন্তায় তেলেঙ্গানা প্রশাসন। কারণ ব্রিটেন ফেরত তেলেঙ্গানার ২৭৯ জন যাত্রীর কোনও হদিস পাচ্ছে না সরকার।


তেলেঙ্গানা পুলিশ সূত্রে খবর, তাঁদের মধ্যে ১৮৪ জন যাত্রীর ঠিকানা ও ফোন নম্বর ভুয়ো। এছাড়াও ৯২ জন যাত্রী তেলেঙ্গানা থেকে চলে গেছেন অন্ধ্রপ্রদেশ, কেরল ও কর্ণাটকের বিভিন্ন এলাকায়। তাঁদের খোঁজেও ওই রাজ্যগুলির প্রশাসনের কাছে বিবরণ পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে তাঁদের ঠিকানা ও ফোন নম্বরও সঠিক কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। শুধু তেলেঙ্গানাই নয় উত্তরপ্রদেশেও ব্রিটেন থেকে আসা সব যাত্রীদের খোঁজ পাওয়া যায়নি। খোঁজ পাওয়া ১,০৮৭ জন যাত্রীর মধ্যে ৬০৯ জনের পরীক্ষা করে ৮ জনের শরীরেই সংক্রমণ ধরা পড়েছে। বেপাত্তা যাত্রীদের মধ্যে একজনও আক্রান্ত হলেও দেশে নতুন করে করোনা সংক্রমণ ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে বলে মনে করছে ভারত সরকার। তবে ভারত সরকারের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে ভারতে এখনও করোনা ভাইরাসের নতুন স্ট্রেন পাওয়া যায়নি। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post