লম্বা চাকরি জীবনের ইতি হল ক্যালভিনের। টানা নয় বছর সাতমাস চাকরি করার পর অবসর নিল ক্যালভিন৷ চাকরি জীবনে অনেক কাজের স্মৃতি নিয়েই অবসর নিল সে। ক্যালভিন উত্তর পূর্ব রেলওয়ের আরপিএফের প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর৷
২০১১ সালে মাত্র তিনমাস বয়সেই চাকরিতে যোগ দিয়েছিল ল্যাব্রাডর রিট্রিভার প্রজাতির এই কুকুরটি। তারপর আট মাসের প্রশিক্ষণ৷ এরপর থেকে কাজ৷ শুধু রেলের কাজই নয় , আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার পুলিশ প্রশাসনের জন্যও কাজ করেছে এই প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরটি। কাজে যোগ দিয়েই নাম হয়েছে ক্যালভিন।
২০১৪ সালে কোচবিহারের ডডেয়ার হাট
রেলব্রিজ থেকে এক্সপ্লোসিভ এইইডি উদ্ধার করেছিল ক্যালভিন৷ যার ফলে বড়সড়
নাশকতা ঠেকানো গিয়েছিল সেদিন৷ এর জন্য পুরস্কারও পেয়েছিল ক্যালভিন৷ রেলের
আলিপুরদুয়ার ডিভিশনের আরপিএফ অফিস থেকেই অবসর নিল ক্যালভিন৷ শারীরিকভাবে
সুস্থ থাকলেও তাদের অবসরের বয়স যে ১০ বছর। তাই বিষন্ন মনেই চলে যেতে হল
তাকে। তার এই শূন্যস্থান পূরণ করতে পরে অন্য কেউ যোগ দেবে কাজে।
Today, 19/12/20 Sniffer Dog Calvin of RPF/Dog Squad/APDJ was given a hero’s farewell by DRM/APDJ. As per rules he was handed over to a Dog Lover for further upkeep. @drm_apdj @RPF_INDIA @RPFNFR #yasholabhasva #rpfhappytoserve pic.twitter.com/ssE5AkTw5S
— RPF Alipurudar Jn (@rpfnfrapdj) December 19, 2020
Post a Comment
Thank You for your important feedback