দেশে কমছে সক্রিয় করোনা রোগীর সংখ্যা। এরমধ্যেই ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ৯৮ লাখ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী শুক্রবারের তুলনায় শনিবার ২ শতাংশ বেড়েছে দৈনিক সংক্রমণের হার। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৬ জন। অপরদিকে সুস্থতার হারও বাড়ছে ভারতে। সবমিলিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কেন্দ্রীয় স্বাস্থ্যকর্তারা। বিশেষজ্ঞরাও এটাকে সদর্থক বলে মনে করছেন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৩ হাজার ৪৯৪ জন। ফলে দেশে মোট সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়াল ৯৩ লাখ ২৪ হাজার ৩২৮। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা একলাফে অনেকটাই কমেছে। একদিনের মধ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ লাখ ৬৪ হাজার থেকে নেমে দাঁড়িয়েছে ৩ লাখ ৫৯ হাজার ৮১৯ জনে। যা একটা রেকর্ড বলেই মনে করছেন সংশ্লীষ্ট মহল। তবে মৃত্যুর গ্রাফ ক্রমশ উর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৪২ জনের। ফলে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লাখ ৪২ হাজার ৬২৮ জন।
Post a Comment
Thank You for your important feedback