নাবালিকার বিয়ে আটকাল প্রশাসন। স্থানীয় সূত্রে খবর, সোনারপুর থানার কালিকাপুর এলাকায় নবম শ্রেণির এক ছাত্রীর বিয়ে ঠিক করে তার পরিবার। কিন্তু পড়াশুনা করে স্বনির্ভর হওয়ার ইচ্ছা ছিল তার। বারবার বাড়ির লোককে নিজের আপত্তি জানালেও ছাত্রীর অমতেই এই বিয়ে ঠিক করা হয়। অন্য কোনও উপায় না দেখে নিজের বান্ধবীদের এই কথা জানায় সে।
এরপর ওই বান্ধবীরাই স্কুলের এক অনুষ্ঠানে নাবালিকা বিয়ে বন্ধে দেওয়া হেল্পডেস্কের নম্বরে ফোন করে বিষয়টি জানায়। সেইমতো সোনারপুর থানার পুলিশ, চাইল্ডলাইনের প্রতিনিধি, বিডিওর প্রতিনিধিরা নাবালিকার বাড়িতে যান। তবে বাড়িতে গিয়ে প্রথমে নাবালিকার হদিশ পাওয়া যায়নি। ফোন করে জানা যায় সে তার বান্ধবীদের বাড়িতে রয়েছে। এরপর ছাত্রীকে সঙ্গে নিয়ে তার পরিবারের সদস্যদের নাবালিকা বিয়ের কুফলের বিষয়ে বোঝান আধিকারিকরা। পরে সোনারপুর থানায় মুচলেকা দিয়ে আঠারো বছর না হলে মেয়েদের বিয়ে দেবেন না বলেও জানিয়েছে পরিবার।
Post a Comment
Thank You for your important feedback