বৃহস্পতিবার গভীর রাতে কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে মণীশ শুক্লা খুনের মূল ষড়যন্ত্রকারীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম নাসির আলি মণ্ডল। উল্লেখ্য, টিটাগড়ের বিজেপি নেতা মণীশ শুক্লা খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল বঙ্গ রাজনীতি। ঘটনার তদন্তভার হাতে নেয় সিআইডি। এরপর থেকে বিজেপি নেতা খুনের ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছিল সিআইডি গোয়েন্দারা। এবার মূল ষড়যন্ত্রকারী নাসির আলি মণ্ডলকে গ্রেফতার হওয়ায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ল ১০।
জানা গিয়েছে, নাসিরের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী এলাকায়। দীর্ঘদিন ধরেই সে গা ঢাকা দিয়ে ছিল, তবে গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একটি এলাকা থেকে তাঁকে ধরে টিটাগড় থানার পুলিশ। শুক্রবারই তাঁকে ব্যারাকপুর আদালতে হাজির করানো হবে। উল্লেখ্য, বিজেপি নেতা মণীশ শুক্লা হত্যাকাণ্ডের তদন্তে নেমে বেশ কয়েকজন তৃণমূল নেতার নাম উঠেছিল। এরমধ্যে টিটাগড় ও ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যনের নামও ছিল। এছাড়া বিহারের পাটনার এক জেলে বন্দি কুখ্যাত দুষ্কৃতীর নাম উঠে আসে। জানা গিয়েছিল সেই মণীশ হত্যার ছক কষেছিল জেলে বসে। কিন্তু সেই সময় বিহারে বিধানসভা নির্বাচন চলায় সিআইডি গোয়েন্দারা সেখানে যেতে পারেননি। নির্বাচন প্রক্রিয়া মিটলে পাটনায় যায় সিআইডি।
Post a Comment
Thank You for your important feedback