কোভিড সমস্যায় এমনিতেই জর্জরিত পাকিস্তান তার উপর খাদ্য সঙ্কট। বন্ধুত্ব
না থাকলেও ভারত সরকারের কাছে আবেদন ছিল ইমরান সরকারের সবজি এবং পেয়াঁজ
পাঠান। কিন্তু এখন আর পণ্যে সীমাবদ্ধ নেই, খাদ্যদ্রব্য থেকে দৈনন্দিন
সামগ্রীর দাম আকাশচুম্বী। আসলে বহুদিন ধরেই পাক নাগরিকদের বিশাল অংশ
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে রয়েছে। শোনা যায় চিন থেকে তাদের অনেটাই সাহায্য
করা হলেও সঙ্কট মেটেনি। লকডাউনে বেকারত্ব বেড়েছে, কাজ হারিয়েছে ২ কোটি
মানুষ। এখন দ্রব্যমূল্যর এই অবস্থায় অসহায় সে দেশের মানুষ।
আলু ১২০
টাকা কিলো, পেয়াঁজ ১৮০ টাকা থেকে শুরু করে তেল, চিনি, গম, ময়দা সমস্ত
কিছুর দাম বেড়েছে। হোটেলে রুটি সবজির মূল্য ১৫০ টাকা প্লেট। ভয়াবহ এই
অবস্থার জন্য জনতা দায়ী করছে ইমরান খানকে আর এটাই ফের সঙ্কটে ফেলতে পারে
সরকারকে।
Post a Comment
Thank You for your important feedback