রাহুলের নেতৃত্বের ধারাবাহিকতা নেইঃ পাওয়ার

 


দলের মধ্যে বারবার সমালোচিত হচ্ছেন। বিহার সহ বিভিন্ন উপনির্বাচনে ধরাশায়ী হয়েছে জাতীয় কংগ্রেস তার দায় গিয়ে পড়েছে রাহুল গান্ধির উপর| এবারে কংগ্রেসের দীর্ঘদিনের জোটসঙ্গী মুম্বাইয়ের স্ট্রং ম্যান শারদ পাওয়ার মুখ খুলে রাহুলের সমালোচনা করলেন। তিনি বলেছেন, দেশকে নেতৃত্ব দেওয়ার ধারাবাহিকতা নেই রাহুলের। একসময়ের ইন্দিরা, রাজীব ঘনিষ্ঠ শারদ পাওয়ার সোনিয়ার উপর অসন্তুষ্ট হয়ে নতুন দল গড়েন কিন্তু তারপর ফের কংগ্রেসের সাথেই জোট গড়েন।


আজ পাওয়ারের মতো অভিজ্ঞ রাজনীতিবিদ মনে করছেন, নরেন্দ্র মোদি আন্তৰ্জাতিক মহলে জনপ্রিয় নাম, তাঁর সঙ্গে যুঝতে গেলে যে জনপ্রিয়তা দরকার তা কংগ্রেস দিতে পারছে না, যেটা সর্বভারতীয় রাজনীতিতে দরকার। অবশ্য এর পাশাপাশি তিনি বারাক ওবামারও সমালোচনা করেন। তিনি মনে করেন অন্য দেশের বিষয়ে ওবামার মন্তব্য করা উচিত হয়নি।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post