ব্রিটেনে অ্যালার্জিপ্রবণদের আপাতত দেওয়া হবে না ফাইজারের টিকা


কোনওরকম অ্যালার্জি থাকলে আপাতত দেওয়া হবে না ফাইজার-বায়োএনটেকের করোনা ভ্যাকসিন। এই সংক্রান্ত একটি পূর্ণ নির্দেশিকা জারি করেছে ব্রিটেনের মেডিসিন রেগুলেটর এমএইচআরএ। মঙ্গলবারই ব্রিটেনে প্রথম ফাইজারের ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। জানা গিয়েছে, তবে যাঁরা ভ্যাকসিন পেয়েছেন, তাঁদের মধ্যে দু'জন এনএইচএস কর্মীর পার্শ্বপ্রতিক্রিয়া শুরু হয়েছে, তাঁদের অ্যালার্জি ছিল। এরপরই ভ্যাকসিনেশন শুরু হলেও সামান্য বদল আনা হয়েছে নির্দেশিকায়। তারপরই যাঁরা আগে থেকেই অ্যালার্জির সমস্যায় ভুগছেন, তাঁদের ভ্যাকসিন না দেওয়ার নির্দেশিকা জারি করেছে এমএইচআরএ। 

মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সির (এইচআরএর) চিফ এক্সিকিউটিভ জুন রাইন এক বিবৃতিতে জানান, 'কোনও ভ্যাকসিন, ওষুধ, খাবার থেকে অ্যালার্জির ইতিহাস থাকলে সে ব্যক্তিকে ফাইজার বায়োএনটেক ভ্যাকসিন দেওয়া উচিত নয়।' প্রথম পর্যায় এই ভ্যাকসিন পেয়েছেন স্বাস্থ্যকর্মী, হাসপাতালে ভর্তি রোগী এবং প্রবীণরা। ভ্যাকসিনটি সম্পূর্ণ নিরাপদ হিসেবে প্রমাণ হওয়ার পরই ছাড়পত্র দেওয়া হয়। এবার বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করার পরেই এমএইচআরএ 'উল্লেখযোগ্য অ্যালার্জি প্রতিক্রিয়া'-র ইতিহাস থাকলে তাঁদের ভ্যাকসিন না নেওয়ার পরামর্শ দিয়েছেন। এমএইচআরএ-র এই বক্তব্যকে সমর্থন জানিয়েছে ফাইজারও। তাদের বিবৃতিতে বলা হয়েছে, 'যাঁরা টিকা পেয়েছেন, তাঁদের মধ্যে দু’জনের পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে। এমএইচআরএকে সব রকম সাহায্য করা হবে। তাঁদের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। পরীক্ষামূলকভাবে যে ৪২ হাজার স্বেচ্ছাসেবককে ভ্যাকসিন দেওয়া হয়েছিল তাঁদের কারওরই কোনও বিপজ্জনক প্রতিক্রিয়া হয়নি। তবে তাঁদের কারও অ্যালার্জির সমস্যা ছিল না।' 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post