কৃষকদের বিপথে চালিত করতে দিল্লিতে বড় মাপের চক্রান্ত হচ্ছে। তাঁদের বোঝানো হচ্ছে, নতুন আইনে অন্যরা তাঁদের জমি দখল করে নেবে। সরকার সবসময়ই কৃষকস্বার্থে কাজ করে। কৃষকদের অবস্থান-অনশনের মধ্যেই মঙ্গলবার একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যে সংস্কার এতদিন বিরোধীরা ও কৃষক সংগঠনগুলি চেয়ে এসেছে, অবিকল তাই করা হচ্ছে কৃষি সংস্কারে।
এদিন তাঁর নিজের রাজ্য গুজরাতের কচ্ছে নানা প্রকল্পের উদ্বোধন করে মোদি এ কথা বলেন।
অন্যদিকে, শিরোমনি অকালি দলের প্রধান সুখবীর সিং বাদল বলেছেন, দেশের প্রকৃত টুকড়ে টুকড়ে গ্যাং হল বিজেপি। তারাই দেশের ঐক্যকে টুকরো করেছে। হিন্দুদের নির্লজ্জভাবে মুসলিমদের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া হচ্ছে। শিখদের কৃষকদের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে।
Post a Comment
Thank You for your important feedback