আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন মোদি


এবছর আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে শতবর্ষ। শতবর্ষের সমাবর্তনে আমন্ত্রণ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রথম এই বিশ্ববিদ্যালয়ে তাঁর উপস্থিত থাকার কথা নিশ্চিত জানাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১৯৬৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী এই বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর আর কোনও প্রধানমন্ত্রী আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে যাননি। আগামী ২২ ডিসেম্বর এই সমাবর্তন অনুষ্ঠান।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তারিক মনসুর জানাচ্ছেন, এই শতবর্ষ একটি মাইলফলক হতে চলেছে শিক্ষাজগতে। আমন্ত্রণ গ্রহণ করার জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে থাকবেন শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্। আগে ঠিক ছিল রাষ্ট্রপতি রামনাথ কবিন্দ উপস্থিত থাকবেন। কিন্তু করোনা আবহে তিনি তখন বাতিল করেন তাঁর সফর। অবশ্য রাষ্ট্রপতি ফেব্রুয়ারিতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখবেন, কিন্তু ভার্চুয়াল |         

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post