ব্যাঙ্ক প্রতারণা রুখতে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সম্প্রতি বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। তাতে সুফলও মিলছে অনেকটা। এবার ১ জানুয়ারি থেকে চালু হচ্ছে ‘পজিটিভ পে’ সিস্টেম। মূলত ৫০,০০০ টাকা বা তার বেশি মূল্যের চেকের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে। অনেকেই ভাবছেন ‘পজিটিভ পে’ সিস্টেম ব্যাপারটা কী?
এবার থেকে ৫০ হাজার বা তার বেশি টাকা মূল্যের চেক যারা ইস্যু করবেন তাঁদের কাজ কিছুটা বাড়তে চলেছে। এবার থেকে কাউকে শুধুমাত্র চেক ইস্যু করে দিলেই দায়িত্ব শেষ হবে না। সেই সঙ্গে সেই চেকের ন্যূনতম তথ্য যেমন চেক ইস্যুর তারিখ, প্রাপকের নাম ও চেকের অর্থমূল্য ইলেকট্রনিক মাধ্যমে প্রাপককে পাঠাতে হবে। এসএমএস, মোবাইল অ্যাপ, এটিএম বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তথ্য পাঠাবেন চেক ইস্যুকারী। আবার সেই চেক ভাঙানোর সময় সেটি নিজের ব্যাঙ্কে জমা দিলেই হবে না। প্রাপককে পাঠানো তথ্য Cheque TrunSation System (CTS)-এর মাধ্যমে মিলিয়ে নিয়েই তবে চেক ক্লিয়ার করা হবে। ফলে CTS মেলানোর সময় যদি কোনও অসঙ্গতি ধরা পড়ে তবে চেকটি আটকে দেওয়া হবে। এই পজিটিভ পে’ সিস্টেমকে CTS-এর আওতায় আনার জন্য ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। তাঁরাই মূলত সহযোগী ব্যঙ্ক সমুহকে যাবতীয় ব্যবস্থা উপলব্ধ করতে চলেছে। নতুন এই ব্যবস্থা চালু করার আগে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাপক প্রচার শুরু করেছে। যাতে সাধারণ মানুষ এই নতুন ব্যবস্থা সম্পর্কে অবহিত হতে পারেন। গ্রাহকদের মোবাইলে এসএমএস অ্যালার্টের পাশাপাশি প্রতিটি ব্যাঙ্কে ব্যানার বা ফ্লেক্স টাঙিয়ে গ্রাহকদের সচেতন করা হচ্ছে।
Post a Comment
Thank You for your important feedback