পশ্চিমবঙ্গে ভরাডুবি হবে বিজেপির। সোমবার সকালে টুইট করে ভোটকুশলী প্রশান্ত কিশোর চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, বিধানসভার নির্বাচনে দুই অঙ্কে পৌঁছেতে বিজেপিকে হিমসিম খেতে হবে। যদি তাঁর ভবিষ্যদ্বাণী ভুল হয়, তবে তিনি টুইটার ছেড়ে চলে যাবেন।
তাঁর টুইটের ভাষায়, কিছু সমর্থক-মিডিয়ার দৌলতে হাওয়া তোলা সত্ত্বেও বাস্তবে দুই অঙ্কে পৌঁছবে না বিজেপি।
For all the hype AMPLIFIED by a section of supportive media, in reality BJP will struggle to CROSS DOUBLE DIGITS in #WestBengal
— Prashant Kishor (@PrashantKishor) December 21, 2020
PS: Please save this tweet and if BJP does any better I must quit this space!
জেডি (ইউ)-এর প্রাক্তন নেতা প্রশান্ত কিশোরের কোম্পানি আই-প্যাকের দুর্দান্ত ভালো পারফর্মেন্স। একাধিক রাজ্যে তিনি বিভিন্ন দলকে জয়ী করেছেন। প্রথমে ২০১১ সালে তিনি সেই সময়ের গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির হয়ে ভোট প্রচারের দায়িত্বে ছিলেন তিনি। ২০১৪ সালে তাঁর প্রচারের কৌশলে কেন্দ্রের রকার আসেন মোদি। এরপর তিনি কংগ্রেস, আম আদমি পার্টি, ডিএমকের সঙ্গেও কাজ করেন পিকে। এখন তিনি এই রাজ্যে কাজ করছেন তৃণমূলের হয়ে। তবে শুভেন্দু অধিকারী ও আরও কয়েকজন সাংসদ, বিধায়কের বিজেপিতে যোগদানের পর অনেকেরই অভিযোগের আঙুল উঠেছিল প্রশান্ত কিশোরের দিকেই।
Post a Comment
Thank You for your important feedback