রাশিয়ায় শুরু গণহারে করোনার টিকাদান


শনিবার সকাল থেকে রাশিয়ায় শুরু হয়ে গেল করোনার টিকা দেওয়ার কাজ। ৭০টি ক্লিনিকের মাধ্যমে তাদের স্পুতনিক ভি টিকা দেওয়া হচ্ছে। প্রথমে টিকা দেওয়া হচ্ছে ডাক্তারদের, স্বাস্থ্যকর্মী, শিক্ষক ও সমাজকর্মীদের। এসএমএসে সবাইকে জানানো হচ্ছে, এই টিকা বিনামূল্যে। রজধানী মস্কো করোনায় সবথেকে বেশি আক্রান্ত। একদিনে সংক্রমিত হয়েছেন ৭,৯৯৩ জন। সেপ্টেম্বরের গোড়ায় অনেকটাই কমে গিয়েছিল এই সংখ্যা।


মস্কোর মেয়র সের্গেই সবিয়ানিন জানিয়েছেন, প্রথম পাঁচঘণ্টায় ৫ হাজার শিক্ষক, ডাক্তার, স্বাস্থ্যকর্মী টিকার জন্য নাম লিখিয়েছেন। টিকা দেওয়া হচ্ছে ৬০ বছর পর্যন্ত নাগরিকদের। তবে গর্ভবতী মহিলা বা যাদের গত ২ সপ্তাহ ধরে শ্বাসকষ্ট আছে, তাদের বাদ দেওয়া হচ্ছে। রাশিয়া স্পুতনিক ছাড়াও সাইবেরিয়ার ভেক্টর ইন্সটিটিউটের টিকাও আছে। সেগুলির চূড়ান্ত পরীক্ষা এখনও বাকি। যে দ্রুতগতিতে রাশিয়ায় টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে তাতে উদ্বিগ্ন বিজ্ঞানীরা। পুরো পরীক্ষা শেষ না করে গণহারে টিকা দেওয়া হলে তার নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে সন্দিগ্ধ তাঁরা। স্পুতনিক ভি দুটি টিকার মধ্যে ২১ দিনের ফারাক রয়েছে। 



Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم