ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন ' হিটম্যান ' রোহিত শর্মা। তিনি মেলবোর্নে পৌঁছলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান কোচ রবি শাস্ত্রী। এখন প্রশ্ন উঠেছে, রোহিত খেলবেন কার জায়গায়, যদিও এটা বাস্তব সাইডলাইনে বসানোর জন্য তাঁকে সিডনিতে পাঠানো হয়নি। তবে প্রশ্ন উঠেছে বেশ কিছুদিন ক্রিকেটের বাইরে তিনি, পারবেন তো নিজেকে মানিয়ে নিতে? পরপর দুটি টেস্টে খুবই খারাপ খেলেছেন মায়াঙ্ক আগরওয়াল এবং হনুমা বিহারি। ফলে এদের বাদ দেওয়া যেতেই পারে। কিন্তু মায়াঙ্কের হয়ে প্রাক্তনীরা সওয়াল করেছেন, গত ১৮ মাসে তিনি খুব ভালো পারফর্ম করেছেন, তাঁর সেঞ্চুরি এবং ডবল সেঞ্চুরিও আছে। দুটি টেস্ট দেখে তাঁকে ছেঁটে ফেলা কি উচিত হবে ? তবে হনুমা বিহারীর খুঁটির জোর নেই, কাজেই তিনি বাদ পড়বেনই।
প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন নির্বাচক দিলীপ বেঙ্গসরকার ফ্রন্ট ফুট খেলোয়াড় হিসাবে বিখ্যাত ছিলেন, এবারও ফ্রন্ট ফুটেই খেললেন। তাঁর আরেক মুম্বইকারের সমর্থনে বললেন যে, রোহিত তো খেলবেই এবার কার জায়গায় তা অধিনায়ক কোচ ভাবুক। তাঁর উপদেশ, কে এল রাহুলকে দিয়ে ওপেন করিয়ে ৪ কিংবা ৫ নম্বরে আসুক রোহিত ।এখন দেখার বিষয় কোপ পড়বে কার কার উপর।
Post a Comment
Thank You for your important feedback