প্যাসেঞ্জার ট্রেনের দাবিতে জাতীয় পতাকা হাতে রেল অবরোধ


নিউ নর্মালে কলকাতা ও হাওড়ার শহরতলির লোকাল ট্রেন চালু হয়েছে পুরোদমে। সম্প্রতি নন-সাবার্নান প্যাসেঞ্জার ট্রেনও চালু হয়েছে বেশ কয়েকটি জেলায়। তবুও কয়েকটি শাখায় এখনও চালু হয়নি প্যাসেঞ্জার ট্রেন। যাত্রীদের দাবি, আজিমগঞ্জ-মালদা এবং আজিমগঞ্জ-ভাগলপুর শাখায় প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা নেই এখনও। অবিলম্বে এই দুই শাখায় ট্রেন চালু করতে হবে বলে শুক্রবার সকাল থেকেই বিক্ষোভ দেখালো রেলযাত্রীরা। হাতে জাতীয় পতাকা নিয়েই অরাজনৈতিক এই অবরোধে উত্তাল হল সাগরদীঘির মহিপাল রোড স্টেশন। অবরোধ-বিক্ষোভে সামিল হয় এলাকাবাসী, নিত্যযাত্রী ও ব্যবসায়ীরা। 

 

তাঁদের দাবি, অন্যান্য শাখায় ট্রেন চালু হলেও আজিমগঞ্জ-মালদা এবং আজিমগঞ্জ-ভাগলপুর শাখায় প্যাসেঞ্জার ট্রেন চালু করেনি রেল কর্তৃপক্ষ। ফলে অফিস কাছারি থেকে শুরু করে ব্যবসায়ীমহলের সমস্যা তীব্র। এদিন বিক্ষোভকারীরা একটি স্টাফ স্পেশাল ট্রেন আটকে দেন মহিপাল রোড স্টেশনে। ঘন্টা খানেক বিক্ষোভ চলার পর রেল কর্তৃপক্ষ ও আরপিএফের আশ্বাসে অবরোধ ওঠে।


 

 

 কিন্তু এলাকাবাসীর দাবি, আমরা আজ আন্দোলন করতে বাধ্য হয়েছি। আশেপাশের ১০টি অঞ্চলের মানুষের কাছে এই প্যাসেঞ্জার ট্রেনই হল যোগাযোগের সহজ মাধ্যম। গাড়ি বা বাসে অন্যত্র যেতে হলে প্রচুর টাকা খরচ হয়। তাই দ্রুত ট্রেন চালু না হলে আরও বড় আন্দোলনে যেতে বাধ্য হবেন বলেও এদিন অবরোধকারীরা হুঁশিয়ারী দিয়েছেন। এই বিষয়ে যদিও রেল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

 

 একইভাবে মালদা ডিভিশনের বেশ কয়েকটি শাখায় প্যাসেঞ্জার ট্রেন চালু হয়নি। যেমন মালদা থেকে কাটোয়ার মধ্যে যোগাযোগকারী কোনও ট্রেন নেই বলেও দাবি নিত্যযাত্রীদের।  বিশেষ করে কাটোয়া থেকে মালদা ডিভিশনের জিয়াগঞ্জ, মালদায় যাওয়ার ট্রেন নেই। পাশাপাশি হাওড়া-মালদা ইন্টারসিটি সহ মালদা-নবদ্বীপের মধ্যেও প্যাসেঞ্জার ট্রেন নেই। ফলে চরম সমস্যায় পড়েছেন নিত্যাযাত্রীরা।



Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post