শুভেন্দুর পর এবার রাজীবের সমর্থনে পোস্টারে ছয়লাপ উত্তর কলকাতা

তৃণমূলের পদত্যাগী মন্ত্রী শুভেন্দু অধিকারীর সমর্থনে জেলায় জেলায় পোস্টার, ব্যানারে ছয়লাপ করেছিল তাঁর অনুগামীরা। এবার রাজ্যের আরেক মন্ত্রীর অনুগামীরাও কলকাতায় পোস্টারে পোস্টারে ছয়লাপ করে দিল। যদিও তিনি মন্ত্রীত্ব বা দল কিছুই ছাড়েননি। কিন্তু নাম না করেই দলের সমালোচনায় মুখর হয়েছিলেন শনিবার রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। আর রাতারাতি তাঁর সমর্থনে বেশ কয়েকটি পোস্টার পড়ল উত্তর কলকাতার বিভিন্ন এলাকায়। শ্যামবাজার, হাতিবাগান, গিরীশ পার্ক এলাকায় রবিবার সকাল থেকেই রাজীবের সমর্থনে পোস্টারগুলি দেখা যায়। 


কোনও পোস্টারে লেখা, ‘কাজের মানুষ কাছের মানুষ’, কোনওটায় লেখা ‘ছাত্র যুবর নয়নের মনি’ আবার কোনও পোস্টারে লেখা ‘সততার প্রতীক’। বিভিন্ন পোস্টারে বিভিন্ন সংগঠনের নাম রয়েছে। উল্লেখ্য, এই এলাকাতে আগেও শুভেন্দুর নামে পোস্টার পড়েছিল। এবার শাসকদলের অস্বস্তি বাড়িয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামেও পোস্টার দেখা গেল। শনিবারই দক্ষিণ কলকাতায় এক অরাজনৈতিক অনুষ্ঠানে দলের বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তৃণমূলের এই যুব নেতা। 

এরপরই রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনার সৃষ্টি হয়। বিজেপি নেতা মুকুল রায়ও তাঁকে সমর্থন করে তৃণমূলকে কটাক্ষ করেন। যদিও রাতেই তৃণমূল নেতা তথা রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিম রাজীবের প্রসঙ্গে বলেন, ‘রাজীব বন্দ্যোপাধ্যায় দলেই আছেন, দলেই থাকবেন। ও পরিণত নেতা। গ্যাস খাবেন না বলেই মনে করি’। এই আবহেই রাতের অন্ধকারে কে বা কারা রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বিভিন্ন ব্যানার-পোস্টারে ভরিয়ে দিয়েছেন উত্তর কলকাতার অলিগলি।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم