দল থেকে বাদ পড়লে এক সময়ে বলা হতো রবীন্দ্র জাদেজা না এক নির্ভরযোগ্য ব্যাটসম্যান, না আক্রমণাত্বক বোলার। তবে তিনি কী? তার উত্তর দেওয়ার প্রয়োজন করেননি তৎকালীন নির্বাচকমণ্ডলী। কিন্তু বাস্তব বিষয়ে হল জাদেজার মতো আক্রমণাত্মক ক্রিকেটার ভারতে খুব কমই এসেছে। ৬০ এর দশকের রুশি সুর্তির পর এমন এক অলরাউন্ড পারফর্মার ভারত পেয়েছে। সুর্তির সময়ে ওয়ান ডে ক্রিকেট ছিল না থাকলে কী হত তর্কের বিষয়।
রবীন্দ্র জাদেজা টেস্ট খেলেছেন ৪৯টি, একটি সেঞ্চুরি সহ মোট রান ১৮৬৯। এক দিবসীয়তে ১৬৭ ম্যাচে ২৩৪৫ রান। উইকেট পেয়েছেন টেস্টে ২১৩, বুধবারের ম্যাচ বাদ দিয়ে উইকেট ১৮৭ অর্থাৎ মোট ৪০০ উইকেট। এবং বিগত ১০ বছর ধরে বিশ্বের অন্যতম সেরা ফিল্ডার। বুধবার দুর্দান্ত ৬৬ রান ও ১টি উইকেট। এরপরেও অবহেলিত জাদেজা আবারও হয়তো বাদ পড়বেন দল থেকে।
Post a Comment
Thank You for your important feedback