এবার গরফা থানা এলাকার সাপুইপাড়া, শহরে ফের বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু এক পথচারীর। আহত হয়েছেন আরও একজন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন। রবিবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় সাপুইপাড়া এলাকায়। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের কথায়, অত্যন্ত দ্রুতগতিতে ছুটে আসা গাড়িটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা রতন সরকার নামে এক ব্যক্তিকে সজোরে ধাক্কা মেরে কিছুদূর গিয়ে আরও এক দম্পতিকে ধাক্কা দেয়। এরপর চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি লাইট পোস্টে ধাক্কা মারে গাড়িটি। স্থানীয় বাসিন্দারাই গুরুতর জখম রতন সরকারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে গাড়ির চালক সহ গাড়ির আরোহীদের আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় বাসিন্দারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে বন্ধুদের সঙ্গে পার্টি সেরে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ফিরছিল বছর তেইশের শুভম। অত্যন্ত দ্রুতগতিতে যাদবপুরের দিক থেকে বাইপাসের দিকে গাড়ি চালিয়ে ফিরছিল সে। উচ্চবিত্ত ব্যবসায়ী পরিবারের ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শুভম প্রায়ই পার্টি, হই হুল্লোড়ে মেতে থাকত বলে জানা গিয়েছে। তাঁকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে দুর্ঘটনাস্থল ও আশেপাশের সিসিটিভি ফুটেজও।
Post a Comment
Thank You for your important feedback