এক সপ্তাহ পর অবশেষে বাড়ি ফিরলেন কোরিওগ্রাফার তথা পরিচালক রেমো ডি’সুজা। গত শুক্রবারই আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। শনিবার রেমো ইনস্টাগ্রামে নিজের হোম ওয়েলকামিং-এর ভিডিও শেয়ার করেন। সঙ্গে ক্যাপশান, আই অ্যাম ব্যাক। সবার ভালবাসা ও আশীর্বাদেই ফিরে এলাম। ধন্যবাদ জানিয়েছেন পরিবার এবং বন্ধুদের| তাঁর সুস্থ হয়ে ফেরার খুশিতে গোটা বাড়ি বেলুন, ফানুসে সাজানো। তাতে লেখা, ওয়েলকাম হোম। দেখে নিন সেই ভিডিও ...
Post a Comment
Thank You for your important feedback