যাত্রী বোঝাই অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত্যু দুই পথচারীর

একটি  যাত্রীবোঝাই বেপরোয়া অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত্যু হয়েছে দুই পথচারীর। উল্টোদিক থেকে আসা একটি অটোকে সরাসরি ধাক্কা মারে অ্যাম্বুলেন্সটি। দুর্ঘটনায় পাঁচজন যাত্রী গুরুতর জখম হয়েছে বলে জানা গিয়েছে। আহতদের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। মঙ্গলবার রাত সাতটা নাগাদ পুরাতন মালদা থানার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের মহামায়া মন্দির সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

দুর্ঘটনাটির পর ওই এলাকার স্থানীয় গ্রামবাসীরা মহামায়া মন্দির সংলগ্ন মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। গ্রামবাসীরা অভিযোগ করছেন, অ্যাম্বুলেন্সের চালক মদ্যপ অবস্থায় ছিল এবং বেআইনিভাবে রোগীর বদলে প্রচুর যাত্রী নিয়ে চালাচ্ছিল। তার জেরেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে। পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় ও রাজ্য সড়কে যান চলাচল স্বাভাবিক করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম সাইদুল শেখ ও রূপন সাহা। তাদের বাড়ি মুচিয়া গ্রাম পঞ্চায়েতের ছোটপুর এবং কামাতপাড়া এলাকায়। ঘটনার পর থেকে অ্যাম্বুলেন্সের চালক পলাতক। পুলিশ তাকে খুঁজে বার করার চেষ্টা চালাচ্ছে।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post