২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি জুভেন্টাসের জার্সি গায়ে শততম ম্যাচ খেললেন। সেই ম্যাচে জোড়া গোল করে নজির গড়লেন। সিরি-এ লিগে রবিবার জেনোয়ার বিরুদ্ধে খেলতে নেমে পেনাল্টি থেকে জোড়া গোল করেছেন রোনাল্ডো। গত সপ্তাহে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিরুদ্ধে পেনাল্টি থেকে জোড়া গোল করেছিলেন পর্তুগিজ স্ট্রাইকার। এক সপ্তাহের ব্যবধানে দু ম্যাচে পেনাল্টি থেকে জোড়া করলেন তিনি। রবিবারের ম্যাচে জেনোয়ার বিরুদ্ধে পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন ৭৮ মিনিটে। দ্বিতীয় গোলটি করেন ম্যাচের ৮৯ মিনিটে। জুভেন্টাসের জার্সি গায়ে ১০০ ম্যাচ খেলে ৭৯ গোল করলেন রোনাল্ডো। জেনোয়াকে হারিয়ে ১১ ম্যাচ খেলে ২৩ পয়েন্ট পেয়ে লিগ তালিকার চতুর্থ নম্বরে রয়েছে।
What better way to celebrate my 100th game for Juventus, than scoring two more goals for the team? I’m very proud of reaching this number with the Vecchia Signora jersey, but guess what: I also have my mind already set on the 100 goals for Juve. Fino Alla Fine!🏳️🏴💪🏽 pic.twitter.com/4X6nn8QSvO
— Cristiano Ronaldo (@Cristiano) December 13, 2020
Post a Comment
Thank You for your important feedback