মেসির ভোট পেলেন না CR7


বৃহস্পতিবার ফিফার তরফে ঘোষণা করা হয় বর্ষসেরা ফুটবলারের নাম। এই বছরের সেই পুরস্কার পেয়েছেন রবার্ট লেওনডস্কি। এই বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয় বিশ্বের ফিফা অন্তর্গত দেশের ফুটবল অধিনায়ক ও কোচদের ভোটে। আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে লিয়োনেল মেসি ও পর্তুগালের অধিনায়ক হিসেবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ভোট দিয়েছেন। ভোটের নিয়ম অনুযায়ী একটি ভোটে তিনজনকে বেছে নিতে পারবেন। 


মেসি ভোট দিয়েছেন নেইমার, কিলিয়ান এমবাপে ও লেওনডস্কিকে। কিন্তু তিনি পর্তুগালের অধিনায়ক রোনাল্ডোকে ভোট দেননি।ওপরদিকে রোনাল্ডো ভোট দিয়েছেন লেওনডস্কি, মেসি ও এমবাপেকে। ভারতীয় ফুটবলের অধিনায়ক সুনীল ছেত্রি ভোট দিয়েছেন লেবানডস্কি, কেভিন ডি ব্রুইন এবং সাদিয়ো মানেকে।   


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post