বৃহস্পতিবার ফিফার তরফে ঘোষণা করা হয় বর্ষসেরা ফুটবলারের নাম। এই বছরের সেই পুরস্কার পেয়েছেন রবার্ট লেওনডস্কি। এই বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয় বিশ্বের ফিফা অন্তর্গত দেশের ফুটবল অধিনায়ক ও কোচদের ভোটে। আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে লিয়োনেল মেসি ও পর্তুগালের অধিনায়ক হিসেবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ভোট দিয়েছেন। ভোটের নিয়ম অনুযায়ী একটি ভোটে তিনজনকে বেছে নিতে পারবেন।
মেসি ভোট দিয়েছেন নেইমার, কিলিয়ান এমবাপে ও লেওনডস্কিকে। কিন্তু তিনি পর্তুগালের অধিনায়ক রোনাল্ডোকে ভোট দেননি।ওপরদিকে রোনাল্ডো ভোট দিয়েছেন লেওনডস্কি, মেসি ও এমবাপেকে। ভারতীয় ফুটবলের অধিনায়ক সুনীল ছেত্রি ভোট দিয়েছেন লেবানডস্কি, কেভিন ডি ব্রুইন এবং সাদিয়ো মানেকে।
Post a Comment
Thank You for your important feedback