রোনাল্ডোর কাছে আত্মসমর্পণ মেসির বার্সেলোনার

মঙ্গলবার মধ্য রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হয়েছিল দুই ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি। ২ বছর পর তাদের এই ম্যাচ দেখার অধিক আগ্রহ ছিল বিশ্ব জোড়া ফুটবলপ্রেমীদের মধ্যে। এদিনের ম্যাচে ঘরের মাঠে জুভেন্তাসের বিরুদ্ধে ৩-০ গোলে হারতে হল মেসিদের। নু ক্যাম্পে জোড়া গোল করে জুভেন্তাসের সমর্থকদের মন জিতে নিলেন রোনাল্ডো। যদিও এর আগে গ্রুপ ম্যাচে দু দলের খেলায় জয়ী হয়েছিল বার্সেলোনা। করোনা আক্রান্ত হওয়ায় সেই ম্যাচে খেলতে পারেনি রোনাল্ডো।এদিন ম্যাচ শুরুর আগে দুই দলেরই লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন্স লিগের পরের রাউন্ডে যাওয়া কার্যত নিশ্চিত করা। সঙ্গে লড়াইটা ছিল গ্রুপের প্রথম স্থান অধিকার করার।      

এদিনের ম্যাচে পারফরম্যান্সের দিক থেকে মেসি নজর কাড়লেও গোলের খাতা শূন্য। সিআর সেভেনে জোড়া গোল করে জুভেন্তাসের জয়কে নিশ্চিত করে দেন। রোনাল্ড ম্যাচের ১৮ মিনিটে প্রথম গোলটি করেন পেনাল্টি থেকে। তিনি দ্বিতীয় গোলটি করেন ৫২ মিনিটে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ জি-তে ৬ ম্যাচ খেলে ১৫ পয়েন্ট রোনাল্ডোর জুভেন্তাসের। অপরদিকে সমসংখ্যক ম্যাচ খেলে মেসির বার্সেলোনার পয়েন্ট সমান। কিন্তু গোল পার্থক্যে এগিয়ে জুভেন্তাস। 


 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم