অমিত সফরের আগেই দু’দিনের রাজ্য সফরে এলেন মোহন ভাগবত


কলকাতায় এলেন রাষ্ট্রীয় সয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। শনিবার তিনি কলকাতা বিমানবন্দরে পা রাখেন। আরএসএস প্রধানের দু’দিনের রাজ্য সফরে এসেছেন। আরএসএস সূত্রে জানা গিয়েছে, কলকাতায় তাঁর একাধিক কর্মসূচি রয়েছ। তিনি কলকাতায় সঙ্ঘের সদর দফতর কেশব ভবনেই থাকবেন। শনিবার বেলা তিনটে নাগাদ ভারত চেম্বার অফ কমার্সের একটি অনুষ্ঠানে যোগ দেবেন। রবিবার একাধিক কর্মসূচি রয়েছে সঙ্ঘ প্রধানের। প্রথমেই তিনি যাবেন গাঙ্গুলিবাগানে পন্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদারের বাড়ি। তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তিনি রাজ্যের সঙ্ঘ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও বেশ কয়েকজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সমাজকর্মীর সঙ্গেও সাক্ষাৎ করবেন। 


জানা গিয়েছে, কলকাতায় মহাকাশ গবেষণা, নাসার সঙ্গে যুক্ত,মাইক্রোবায়োলজি, চিকিৎসা বিজ্ঞানের বেশ কয়েকজন বিশিষ্টজনের সঙ্গে তিনি দেখা করবেন। উল্লেখ্য, গত বছরের আগস্ট মাসের পর থেকে মোহন ভাগবতের একা পঞ্চম রাজ্য সফর। রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের এই রাজ্য সফর যথেষ্ঠই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কারণ চলতি মাসেই দু’দিনের রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির ‘নম্বর-টু’ অমিত শাহ। তার আগে মোহন ভাগবতের সফর ঘিরে বাংলার রাজনৈতিক মহলে তুমুল কৌতুহল তৈরি হয়েছে। উল্লেখ্য, দিন কয়েক আগেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনা তাজা। এই আবহে মোহন ভাগবতের সফর ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post