আগামী ২ বছর অলিম্পিক্স ও অন্য আম্তর্জাতিক ক্রীডা় প্রতিযোগিতায় রাশিয়া তাদের কোনও নাম, পতাকা ও জাতীয় সঙ্গীত ব্যবহার করতে পারবে না। খেলার ক্ষেত্রে সর্বোচ্চ সালিশি সংস্থা কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস এই নির্দেশ দিয়েছে। তারা বলেছে, আগামী ২ বছর রাশিয়া তাদের দেশে কোনও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনও করতে পারবে না।
তবে রাশিয়ার যেসব ক্রীড়াবিদ ডোপিংয়ে জড়িত নন, তাঁরা টোকিও অলিম্পিক্স, ২০২২ সালের বেজিং উইন্টার গেমস ও ২০২২ সালের কাতারে বিশ্বকাপে স্বাধীন প্রতিযোগী বা স্বাধীন দল হিসেবে অংশ নিতে পারবেন। গত মাসে চারদিন ধরে কোনও এক গোপন জায়গায় রাশিয়ার ক্রীড়া সংস্থার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ডোপবিরোধী সংস্থা ওয়াডা-র শুনানি চলে। ওয়াডা চারবছরের নিষেধাজ্ঞার দাবি করছিল।
অভিযোগ, গতবছর রাশিয়ার সরকারি ল্যাবে ডোপ পরীক্ষার রিপোর্টে কারচুপি করে তা ওয়াডার হাতে তুলে দেওয়া হয়েছিল। এই ডোপিংয়ের অভিযোগে তদন্ত করা হয়েছে রাশিয়ার ২৯৮ জন খেলোয়াড়ের বিরুদ্ধে।
Post a Comment
Thank You for your important feedback