প্রথম টেস্টে কে ঋদ্ধি না ঋষভ ?


অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট শুরু হচ্ছে ১৭ ডিসেম্বর। দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচে ওপেনিংয়ের সঙ্কট অনেকটাই কেটে গিয়েছে শুভমন গিলের ৬৫ রানের দুর্দান্ত শুরুতে একই সাথে মিডল অর্ডারে হনুমা বিহারীর ১৯৪ বলে করা ১০৮ রান দলে আসার পথ সুগম করেছে। কিন্তু উইকেটরক্ষক হবেন কে ? প্রথম প্রাকটিস ম্যাচে ঋদ্ধিমান সাহা অর্ধশত রান করেছিলেন, শনিবার তাঁর স্থানে আসা ঋষভ পন্থ ঝোড়ো শতরান করে নিজের অবস্থান প্রমাণ করেছেন।  মাত্র ৭৩ বলে ১০৩ রান এবং বাঁ হাতির প্রয়োজনীয়তা প্রশ্ন তুলে দিয়েছে কে খেলবে গোলাপি বলের দিনরাতের প্রথম টেস্ট আডিলেডে। 

শুভমনকে দলে নেওয়ার ব্যাপারে সওয়াল করেছেন প্রাক্তন ক্রিকেটার দিলীপ বেঙ্গসরকার এবং মদনলাল। কিন্তু অন্য বিষয়ে মন্তব্য করেননি কেউ। বিশ্বের ক্রিকেট মাঠগুলির মধ্যে অস্ট্রেলিয়ার মাঠে বাউন্স বেশি কাজেই খুব ভালো উইকেটকিপার না হলে বল ধরা মুশকিল হয়ে পড়ে সে ক্ষেত্রে এ মুহূর্তে বিশ্বের সেরা রক্ষক ঋদ্ধির বিকল্প নেই পক্ষান্তরে ঋষভের ফিল্ডিং তেমন কিছু নয়। কোহলির পছন্দ ঋদ্ধিই এবং তিনিই ঠিক করবেন খেলবেন কে।                        

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post