রবিবার আইএসএলে মুখোমুখি হচ্ছে এসসি ইস্টবেঙ্গল ও কেরলা ব্লাস্টার্স । আইএসএলে হারের হ্যাটট্রিক দিয়ে অভিযান শুরু করেছিল রবি ফউলারের ইস্টবেঙ্গল। এখনও পর্যন্ত ৫ ম্যাচ খেলে ১ পয়েন্ট পেয়েছে তাঁর দল। চলতি মরশুমের আইএসএলের পয়েন্ট তালিকায় সবার নীচে রয়েছে রবি ফউলারের দল। অন্য দিকে কিবু ভিকুনার দল কেরলা ব্লাস্টার্স সম সংখ্যক ম্যাচ খেলে ২ পয়েন্ট পেয়েছে। তাঁর দল রয়েছে পয়েন্ট তালিকার নবম স্থানে। গত ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম গোলের মুখ দেখেছিল ইস্টবেঙ্গল। সেই ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে এগিয়ে থেকেও ম্যাচ জিততে পারেনি ফাওলারের ইস্টবেঙ্গল।
রবিবারের কেরল ব্লাস্টার্স এফসি-র সাথে মহাগুরত্বপূর্ণ ম্যাচের জন্য তৈরি হচ্ছেন আমাদের ফুটবলাররা। #ChhilamAchiThakbo #WeAreSCEB #JoyEastBengal #MoshalBahini #KBFCSCEB pic.twitter.com/Ya8H5TL1ge
— SC East Bengal (@sc_eastbengal) December 19, 2020
শনিবার সাংবাদিক বৈঠকে রবি ফউলার জানান, কেরলের বিরুদ্ধে ভাল খেলতে হবে দলকে। এ দিনের ম্যাচে ফোকাস করতে হবে খেলার ওপর। কোন ফরমেশনে দল খেলবে সেটা গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। ইস্টবেঙ্গল যে খেলতে পারে আগের ম্যাচ গুলোতেই দেখিয়েছে দল। যদিও সেই ম্যাচে ইস্টবেঙ্গল জিততে পারেনি। এছাড়াও লাল-হলুদ শিবিরের হেড কোচ এদিন আরও বলেন আগে কী হয়েছে তা এখন গুরুত্বপূর্ণ নয়। জয়ের লক্ষ্যে ভাল খেলতেই হবে।
Ritwik getting into that matchday mood with a fresh new cut! 💇🏻♂️👌🏻#YennumYellow pic.twitter.com/E9v4VjbsQn
— K e r a l a B l a s t e r s F C (@KeralaBlasters) December 19, 2020
রবিবারের ম্যাচে ইউজেনসেন লিনডো খেলবেন বলে জানান। অন্যদিকে কেরলা ব্লাস্টার্স পাঁচটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচে হেরেছে। ২ টো ম্যাচ ড্র করে, ২ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকায় নয় নম্বরে রয়েছে। যদিও আইএসএলে ইস্টবেঙ্গল ও কেরলের মধ্যে হওয়া প্রস্তুতি ম্যাচে ইস্টবেঙ্গল জিতেছিল। কিন্তু ফউলার সেই জয়কে গুরুত্ব দিতে চান না।
Post a Comment
Thank You for your important feedback