মঙ্গলবার তিলক ময়দান স্টেডিয়ামে লাল-হলুদের প্রতিপক্ষ হায়দারবাদ এফসি। চলতি মরশুমের আইএসএলে এখনও পর্যন্ত একটি ম্যাচেও জয়ের মুখ দেখেতে পায়নি এসসি ইস্টবেঙ্গল। কিন্তু গত ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে খেলতে নেমে ৬৬ মিনিটের বেশি সময় ধরে ১০ জনে মিলে খেলেছে রবি ফাউলারের দল। সেই ম্যাচেই গোলশূন্য করে ড্র করেছে এসসি ইস্টবেঙ্গল। জামশেদপুরের বিরুদ্ধেই রক্ষণভাগ শক্তিশালী করায় ম্যাচ ড্র করে ১ পয়েন্ট পেয়েছে বলে মত দলের কর্তাদের। ওপরদিকে হায়দারবাদ এখন পর্যন্ত একটি ম্যাচও হারেনি। সেই নিজামের শহরের দল হায়দারবাদকে এবার রুখতে তৈরি ফাউলারের দলের ছেলেরা।
ম্যাচের আগের দিন ইস্টবেঙ্গল দলের হেড কোচ ফাউলার জানান, প্রথম তিন ম্যাচে ২০২০-২১ মরশুমে আইএসএলের সেরা তিনটি দলের বিরুদ্ধে তাঁরা খেলেছে। তাই জামশেদপুরের বিরুদ্ধে রক্ষণভাগে জোর দিয়ে তাঁদের খেলতে হয়েছিল। কিন্তু শেষ ম্যাচের পারফর্ম্যান্সে তাদের দলের বাড়তি আত্মবিশ্বাস জাগিয়েছে বলে তিনি জানান। ৪ ম্যাচ খেলে লিগ পয়েন্ট টেবিলের শেষ দল এখন এসসি ইস্টবেঙ্গল। অন্যদিকে, পয়েন্ট তালিকার ৭ নম্বরে রয়েছে হায়দারবাদ এফসি।
ছবি সৌজন্য : এস সি ইস্ট বেঙ্গল টুইটার
Post a Comment
Thank You for your important feedback