বেশ কয়েক মাস ধরে সেনসেক্স ও নিফটি তরতর করে উঠছিল, চাঙা হচ্ছিল শেয়ারবাজার। অনেকেই বলেছিলেন, এটি অস্বাভাবিক। কিন্তু বাজার উঠলে কেনাবেচাও প্রশ্নের মুখে থাকে। ইদানিং দিন দুয়েক ভীষণভাবে ধাক্কা খাচ্ছে সেনসেক্স, নামছে দ্রুত। এতে বাজারে ৬.৫৯ কোটির লোকসান হয়েছে ক্রেতাদের। কিন্তু এ অবস্থা কেন ?
বাজার মহলের দাবি, ব্রিটেনের স্ট্রেনটিই আর জন্য দায়ী। বিশ্ববাজার চলে ডলার, পাউন্ডের উপর। বর্তমানে প্রায় সব দেশই ব্রিটেনের সাথে যোগাযোগ বন্ধ রাখছে, আমদানি রফতানি বন্ধ। ব্রিটেন সফর, উড়ান সংযোগ ও অন্যান্য যোগাযোগে নিষেধাজ্ঞাই মূলত বাজার পতনের কারণ। এখন ধাক্কা খাবে ক্রমাগত অর্থনীতি ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা। সোনা এবং ডলারে পাউন্ডে লগ্নি সরে গিয়েছে কার্যত সে কারণে এই গুলির দাম বাড়ছে। শেয়ার বিশেষজ্ঞ সঞ্জীব হত্যা জানাচ্ছেন, বাজারে আরও অস্থিরতা বাড়বে তবে ক্রমাগত উঁচু বাজারে সংশোধন স্বাস্থ্যকর এতে। শেয়ার কেনাবেচা বাড়ে। তবে তিনি বলেন, বাজার স্বাভাবিক হতে সময় লাগবে।
Post a Comment
Thank You for your important feedback