অ্যাডিলেডে লজ্জার ইনিংস, সর্বনিম্ন স্কোর ভারতের


টেস্ট ক্রিকেটে সর্বনিম্ন স্কোর ভারতের। শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় মাত্র ৩৬ রানে। এর আগে ১০৭৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের স্কোর ছিল ৪২। সেটাই ছিল এপর্যন্ত সবথেকে কম রান। এদিন সেই লজ্জার রেকর্ডও ভাঙল।

শনিবার তৃতীয় দিনের শুরুতেই খেলতে নেমে ৯ উইকেট হারায় ভারত। টিম ইন্ডিয়া ২১ ওভারে ৩৬ রান করে। মহম্মদ সামি চোট পেয়ে মাঠ থেকে  সরে যান। ভারত অধিনায়ক কোহলি প্রথম ইনিংসে ৭৪ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে ৮ বলে ৪ রান করে কামিন্সের বলে আউট হয়ে যান। দ্বিতীয় ইনিংসে অজি বোলার কামিন্স ৪ ও হ্যাজেলউড ৫ টি উইকেট পেয়েছেন। 

প্রথম ইনিংস রাহানে ৪২ ও পূজারা ৪৩ রান করেছিলেন। অজি বোলারদের মধ্যে মিচেল স্টার্ক ৪ উইকেট নিয়েছিলেন। কামিন্স ৩ উইকেট পেয়েছেন প্রথম ইনিংসে। হ্যাজেলউড ও লাবুশান একটি করে উইকেট পেয়েছিলেন। বল করতে নেমে অ্যাডিলেডের ক্রিজে দাপট দেখায় ভারতীয় বোলাররা। রবিচন্দ্র অশ্বিন ৪টি উইকেট পেয়েছেন প্রথম ইনিংসে। ভারতীয় পেসার বুমরা ২ ও উমেশ যাদব ৩টি উইকেট পেয়েছেন। অজি অধিনায়ক টিম প্যানি ৭৩ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কেউই অজি বোলারদের দাপটে ক্রিজে থাকতে পারেনি। সকলেই আউট হয়েছেন অত্যন্ত কম রানে।


 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post