বৃহস্পতিবার ভারত অস্ট্রেলিয়ার আডিলেডে আয়োজিত প্রথম টেস্টে ধারাভাষ্য দিতে গিয়ে চরম অপমান করলেন ভারতের চেতেশ্বর পূজারাকে। তিনি তাঁর নাম না বলে অভিহিত করলেন "স্টিভ" বলে। আপাতদৃষ্টিতে মনে হতেই পারে এ আর এমন কি অন্যায় ? এরকম মজা করে শেন করেছেন হয়তো বাড়াবাড়িও করেছেন। কিন্তু স্টিভ শব্দে সমস্যা কোথায় ? আসলে এর পিছনে এক ঘটনা আছে যা নিয়ে তোলপাড় হয়েছে নানান দেশ, যার মধ্যে রয়েছে বর্ণবিদ্বেষের ঘটনা।
বর্ণবিদ্বেষের ঘটনা নিয়ে ন্যাক্কারজনক ইতিহাস খেলার দুনিয়ায় ঝুড়ি ঝুড়ি আছে। পেলের মতো ফুটবলের রাজাকেও ভুগতে হয়েছে এই সমস্যায়। ইংল্যান্ডের ইওর্কশায়ার চিরকালই বর্ণবিদ্বেষের জন্য কুখ্যাত। এই টিমে একসময় কৃষ্ণাঙ্গদের খেলার অধিকার ছিল না। পরে অবশ্য সচিন তেন্ডুলকার এই কাউন্টিতে খেলেন। অনূর্ধ্ব ১৯ খেলতে গিয়ে একই সমস্যায় পড়তে হয়েছে এশিয়ার বহু খেলোয়াড়কে। পাকিস্তানের প্রাক্তন খেলোয়াড় রফিক আজিম অভিযোগ করেন যে তাঁদের ট্যাক্সি ড্রাইভার বা রেস্তোঁরার বেয়ারা বলে ডাকা হত। এমনই এক ড্রাইভারের নাম ছিল স্টিভ, পূজারাকে ওই নামে ডাকা হত। পূজারা সম্প্রতি স্বীকারও করেছেন তা। আজ ধারাভাষ্য দিতে গিয়ে বারবার শেন ওয়ার্নে পূজারাকে স্টিভ বলে অভিহিত করেন এবং তারপর বক্সে হাসাহাসি শুরু হয়। কিন্তু চুপ করে থাকেনি নেট দুনিয়ার মানুষেরা, সারা বিশ্ব জুড়ে প্রতিবাদ শুরু হয়েছে এবং শেনকে ক্ষমা চাইতে বলা হয়েছে।
Post a Comment
Thank You for your important feedback