ভরসা শিখর ধাওয়ানে

ওয়ান ডে শেষ। টি ২০ তে একটি ম্যাচে জয় পেয়েছে ভারত। কিন্তু ওপেনিংটাই সঙ্কটে। শিখর ধাওয়ান রয়েছেন কিন্তু সঙ্গী হবে কে ? শিখর যেদিন খেলেন সেদিন আর কাউকে দরকার হয় না। কিন্তু শুরুতে রোহিত থাকলে শিখর যতটা ভয়ঙ্কর হতে পারে ততটা মায়াঙ্ক বা গিলের উপর নির্ভর করা যায় কি, প্রশ্ন ক্রিকেট মহলের। রোহিতের আদৌ অস্ট্রেলিয়া আসা হবে কিনা বোর্ডও বলতে পারছে না। কুড়ি ওভারের খেলা শেষ হলেই টেস্ট শুরু, শিখরকে ভরসায় রাখা উচিত ভারতের। ওপেনিংয়ে বাঁ হাতি ডান হাতির জুটি থাকলে বিপক্ষ দল সবসময়ে চাপে থাকে।

শিখর এযাবত ৩৪ টেস্টে ২৩১৫ রান করেছেন যার মধ্যে ৪০.৬ শতাংশে ৭ টি শতরান এবং  একদিবসীয়তে ১৩৯ ম্যাচে ১৭ শতরান সহ ১৭ টি শতরান আছে। টি ২০ তেও নিয়মিত ভারত তথা আইপিএল এর কোনও দলে বেশ ভালো রান করেছেন। এ ছড়া বাঁ হাতি অফ স্পিন করে উইকেটও পেয়েছেন। কিন্তু তাঁর অবস্থা তাঁরই রাজ্যের প্রাক্তনী মহিন্দার অমরনাথের মতো, একটু খারাপ ফর্ম থাকলেই দল থেকে বাদ। এবার কিন্তু শিখরের প্রমাণ করার পালা, বয়সটাও বেড়ে যাচ্ছে। শনিবার তিনি ৩৫ বছর পূর্ণ করলেন।          

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post