জার্সি ফিল্মের শুটিং শেষ করলেন শাহিদ কাপুর। ২০১৯ সালের ব্লকবাস্টার তেলুগু ফিল্ম জার্সির এটি রিমেক। জার্সিতে শাহিদ অভিনয় করছেন এক ক্রিকেটারের ভূমিকায়। এবছরের গোড়ায় শুটিং শুরু হলেও করোনার জন্য তা পিছিয়ে যায়। মার্চের পর থেকে শুটিং হতে পারেনি।
অক্টোবরে জার্সির টিম ফের কাজ শুরু করে। শুটিং হয় চণ্ডীগড় ও দেরাদুনের আশপাশে। ৩৯ বছরের শাহিদ সোমবার রাতে সোশাল মিডিয়ায় জানিয়েছেন, করোনার সবরকম বিধি মেনেই ৪৭ দিনে শুটিং শেষ হয়েছে। এটা একটা মিরাকল। এই ছবি এক প্রতিভাবান অথচ ব্যর্থ ক্রিকেটারের কাহিনি। তিরিশের বছরের শেষ কোঠায় গিয়ে সে ঠিক করে সে ভারতীয় ক্রিকেট দলে খেলবে। আর তার ছেলেকে সেই জার্সি উপহার দেবে। গৌতম তিন্নানৌরি এই ছবির পরিচালক। তেলুগু ফিল্মটিও তিনিই পরিচালনা করেছিলেন। শাহিদ ছাড়াও জার্সিতে রয়েছেন শাহিদের বাবা পঙ্কজ কাপুর, ম্রুণাল ঠাকুর। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ।
It’s a film wrap on #jersey.... 47 days of the shoot during covid. Just unbelievable. I am so proud of the entire team. It’s nothing short of a miracle. I want to thank each & everyone from the unit for coming to set every day, putting themselves at risk & doing what we all love. pic.twitter.com/KjXCNMOBlD
— Shahid Kapoor (@shahidkapoor) December 15, 2020
Post a Comment
Thank You for your important feedback