কৃষকদের কষ্টে ব্যথিত শিখগুরুর আত্মহত্যা


কৃষকদের প্রতি সরকারের ব্যবহার দেখে ব্য।থিত হয়ে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক শিখ ধর্মগুরু। ৬৫ বছরের সন্ত বাবা রাম সিং একটি সুইসাইড নোটও রেখে গিয়েছেন। বুধবার বিকেলে সিংঘু সীমান্তে ৪৪ নম্বর জাতীয় সড়কে ওই ঘটনা ঘটে। রাম সিংকে পানিপথের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি। সুইসাইড নোটে সন্ত লিখেছেন, " আমি কৃষকদের কষ্ট দেখেছি। রাস্তায় নেমে অধিকারের দাবিতে তাঁদের প্রতিবাদও দেখেছি। সরকার সুবিচার করছে না। এটা অন্যায়, অন্যায় সহ্য করা পাপ। কেউ কেউ খেতাব ফেরত দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। আমি কৃষকদের স্বার্থে আত্মঘাতী হলাম।"

জানা গিয়েছে, বুধবার সকালে সন্ত সিংঘু সীমান্তে এসে কৃষকদের সঙ্গে কথা বলেন। মঞ্চে বক্তৃতাও দেন। তিনি কারনালের নানকসর গুরদ্বারে সেবাদার ছিলেন। তিনি গাড়ির মধ্যেই নিজের লাইসেন্সড পিস্তল দিয়ে মাথায় গুলি চালান। অন্যদিকে, ঋণের দায়ে আত্মঘাতী পাঞ্জাবের নানা জেলার কৃষকদের বিধবা স্ত্রী, মা, বোনেরা বুধবার টিকরি সীমান্তে এসে অবস্থানে যোগ দিয়েছেন। তাঁরা তাঁদের সঙ্গে নিয়ে এসেছেন পরিবারের আত্মঘাতী কৃষকদের ছবি। ২০০৬ সাল থেকে পাঞ্জাবে ঋণের দায়ে কমকরেও ৫০ হাজার কৃষক আত্মহত্যা করেছেন বলে জানা গিয়েছে।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post