ড্যামেজ কন্ট্রোলে সোনিয়া


শনিবার দলের ২৩ জন বিদ্রোহী নেতার সাথে বসছেন কংগ্রেসের অন্তবর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি। সূত্রের খবর, মলনাথকে এ কারণেই দিল্লিতে তলব করেছিলেন সোনিয়া | বিহার সহ বিভিন্নও উপনির্বাচনে পরাজয় তার সাথে জোট নিয়ে আলোচনা ইত্যাদির জন্যই এই সভা | কংগ্রেসের জোট সঙ্গীরাও বারবার সোনিয়াকে অনুরোধ করেছেন, দলের অবস্থান ঠিক করতে,| দলের নতুন সঙ্গী শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউথ রাহুল গান্ধির হয়ে সওয়ালও করেছেন| অবশেষে কংগ্রেসের শীতঘুম ভেঙেছে বলে ধারণা ঘনিষ্ঠ মহলে |

কপিল সিব্বল পৃথ্বীরাজ চৌহান সহ বিভিন্ন নেতারা সোনিয়াকে পত্র মারফত অনুরোধ করেছিলেন পূর্ণ সময়ের সভাপতির জন্য একই সাথে তাঁদের অনুরোধ ছিল কংগ্রেস ওয়ার্কিং কমিটিকে ঢেলে সাজানোর জন্য | সোনিয়া এই বিষয় নিয়েই আলোচনা করবেন বলে সূত্রের খবর | আগামী জানুয়ারিতে এআইসিসির সভা ডাকার কথা তার আগে শনিবারের সভা তাৎপর্যপূর্ণ |  


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post